সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
জামালপুর প্রতিনিধি | ১৯ জুলাই ২০২৫ খ্রিঃ
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ছবি অবমাননা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জামালপুর জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে শহরের তামালতলা মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। জাসাসের শিল্পীরা প্রতিবাদী গণসংগীতে অংশ নেন।
জেলা জাসাসের সভাপতি রেজভী আল জামালী রঞ্জুর সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, সদর উপজেলা জাসাসের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাওছার, মহিলা দলের সভাপতি সেলিনা বেগম প্রমুখ।

কর্মসূচিতে জেলা জাসাসসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।