মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি | ২২ জুলাই ২০২৫ খ্রী.
রাজধানীর উত্তরা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হলে ২৫ জন শিক্ষার্থীসহ অন্তত ৩১ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। দুর্ঘটনায় আহত হন আরও অনেকে। এই শোকাবহ ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জামালপুর জেলা বিএনপি।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় দেওয়াপাড়া টেনিস ক্লাবমোড় সংলগ্ন সৃটার কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সজীব খানের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।
তিনি বলেন,“এভাবে অগণিত তাজা প্রাণের ঝরে যাওয়া আমাদের জাতীয় শোকের দিন হিসেবে বিবেচিত হওয়া উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ছিল। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা জাসাস সভাপতি রিজভি আল জামালী রঞ্জু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক, জেলা কৃষকদলের আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহীন মাসুদ মাস্টার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার, সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সমীল, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

মাহফিল শেষে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে হালকা তবারুক বিতরণ করা হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।