সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা |তাং ৫ আগস্ট ২০২৫ খ্রী.
সিরাজদিখানে জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তিতে গণ জামায়েত ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা মোড় চোকদার পাড়া ঈদগাহ সংলগ্ন হতে শুরু হয়ে গোয়ালবাড়ির মোড় হয়ে পুনরায় উপজেলা মোড়ে এ গণ জামায়েত ও গণ মিছিল শেষ হয়।

উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হানিফ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও মুন্সীগঞ্জ ১আসনে এমপি পদপ্রার্থী মাওলানা আতিকুর রহমান।

এসময় আরো উপস্থিতি ছিলেন উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা ওবাইদুল হক, সহ সভাপতি হাজী রুহুল আমিন, সেক্রেটারি ডা. বুলবুল দেওয়ান, জয়েন্ট সেক্রেটারি বিপ্লব হোসেন জসিম, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মো. মেরসালিন প্রমুখ।