মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি | ২০ আগস্ট ২০২৫ খ্রী.
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ উপজেলা চত্বরে এ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার ও চরপাকেরদহ ইউনিয়ন প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার পাঁচজন উপকারভোগীর হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। তারা হলেন—বালিজুড়ী পণ্ডিতপাড়ার মোছা. মীম (পিতা: মো. আলতাফুর রহমান), বাশদাইরের মো. সিপন (পিতা: মোস্তাকিন), চরভাটিয়ানের মো. রাসেল (পিতা: মো. বদিউজ্জামান), চাঁদপুরের মো. বোছা মোল্লা (পিতা: সৈয়দুজ্জামান) এবং মো. ফয়সাল (পিতা: রবিউল ইসলাম)।
অনুষ্ঠানে সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।